|
Date: 2025-03-10 15:03:07 |
তালায় ইমাম ও ওলামাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকাল ১০ টায় পাটকেলঘাটা বাজার মসজিদের দোতালায় তালা উপজেলা ওলামা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম ও ওলামা বিভাগের তালা উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলাল তালা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে মসজিদের ইমামদেরকে ভূমিকা পালন করতে হবে। ইমামদের সামাজিক কাজ বাড়াতে হবে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি নিজেকে দক্ষতা অর্জনের জন্য আইসিটি তথা কম্পিউটার শিক্ষা অর্জন করতে হবে সেক্ষেত্রে নিজের জ্ঞানগত দক্ষতা অর্জন করতে হবে। বক্তারা আরো বলেন, যারা মসজিদে খুতবা দেন আমাদের পারস্পরিক হিংসা মূলক কথাবার্তা পরিহার করতে হবে, বিশেষ করে যারা ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন তাদেরকে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করি কথা থেকে বিরত থাকতে হবে।
হাফেজ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা সেক্রেটারি মাওলানা তবিবুর রহমান,পাটকেলঘাটা থানার ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন, ইমাম মাওলানা আব্দুল হাই ও মওলানা ইমদাদুল হক প্রমুখ।
© Deshchitro 2024