শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে পবিত্র মাহে রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছেন আছিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী অবসরপ্রাপ্ত সার্জেন্ট খালেক বিন ওয়ালিদ সুজন। ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সার্জেন্ট খালেক বিন ওয়ালিদ সুজন মাহে রমজান মাসে ছোলা, খেসারি ডাল, বেসন, মুড়ি, চিড়া, চিনি, খেজুর, সয়াবিন তেলসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রি শুরু করেছেন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট খালেক বিন ওয়ালিদ সুজন বলেন, “আমি চাকরি থেকে অবসর নেওয়ার পর মুদি এবং খাদ্যের একটি দোকান দেই। আমার দোকানের নাম আছিয়া ট্রেডার্স। ইনশাআল্লাহ মাহে রমজান উপলক্ষে আমি আমার দোকানে স্বল্পমূল্যে মানুষের চাহিদা মোতাবেক যাতে পণ্য বিক্রি করতে পারি। এ উদ্দেশ্যে আমি মাহে রমজান উপলক্ষে অনেকটা স্বল্পমূল্যে বিক্রি করছি। এখন মোটামুটি আমার দোকানে ভালো বিক্রি হচ্ছে। মানুষ স্বল্পদামে জিনিসপত্র কিনতে পাচ্ছে। এজন্য আমি খুবই উপকৃত।” খালেক বিন ওয়ালিদ সুজনের এ উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। এতে খুশি ওই এলাকার লোকজন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024