ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার হল রুমে উপজেলার বেসরকারি কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের সংগঠন কলেজ শিক্ষক ফোরামের শিক্ষকদের অংশগ্রহনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও  ইফতার মাহফিলের পূর্বে সংগঠনের সভাপতি মো. হায়াতুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেরুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ  ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান সিদ্দিকী, ঈশ্বরগঞ্জ  সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান ও অন্যান্য সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024