|
Date: 2025-03-10 20:23:05 |
দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে শ্রীমঙ্গল উপজেলায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ-মানববন্ধ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির শ্রীমঙ্গলের প্রতিনিধি নিলয় রশীদ, সদস্য মো: ইমরান হোসেন, আরিফ হোসেন, মোঃ শিবলু, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রী ঈষিকা ঈষা, আরিফ হোসেন, মোঃ শিবলু, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বিষ্ণ রাজু হাজরা প্রমুখ।
এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রদলের ব্যানারেও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন, উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারাদেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই এবং ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে।
© Deshchitro 2024