পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত যশোর জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয় সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাজী আরিফিন জামিল, কৃষ্ণা পাল, তাবাসসুম রুকশাদ,মাসুম বিল্লাহ, সৈকত বিশ্বাস।


যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শাকিব হোসেন প্রিন্স, নাফিস খান তন্ময়, মোঃ আল শাহরিয়া, শাপলা খাতুন, অনিমেষ কুমার ঘোষ,হুমায়ুন কবির।


নবগঠিত কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, যশোর থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘যশোর জেলা সমিতি’ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে, দেশের দক্ষিণবঙ্গের এ জেলা থেকে বিশ্ববিদ্যালয়ে আগত নবীন শিক্ষার্থীরা যেন নতুন পরিবেশে সব রকমের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের জেলার কমিউনিটিকে পাশে পায়, সে বিষয়ে বরাবরের মত আগামিদিনেও জেলা সমিতি সচেষ্ট থাকবে।


কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রকাশিত নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান।


তিনি বলেন, অতীতের অর্জন আমাদেরকে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রেরণা জোগায়, এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে আরও সুশৃঙ্খলভাবে কমিটির কার্যক্রম পরিচালনা করা, সদস্যদের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যার সমাধানে নতুন উদ্ভাবনী পন্থা গ্রহণ করা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024