আলোচিত মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়াকে ধর্ষণ কান্ডের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


অপরাধীদের শাস্তি চেয়ে আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে "রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন" এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।


পরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে মানবন্ধন কর্মসূচি পালন করেন।প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্কুল শিক্ষার্থী মুসফিকা রেজা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে বৃদ্ধ নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। এসময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, স্বপন ইসলাম, খাতিজা আক্তার, সাদিয়া আক্তার বৃষ্টি ও নবম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত এর তত্ত্বাবধানে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি'র নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করেন।


আয়োজিত এই কর্মসূচীতে শিক্ষার্থীরা আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024