রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের চার (০৪) জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন। উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ৯ মার্চ (রোববার) এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। 


অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন, কাব স্কাউট সম্পূর্ণ রচয়িতা স্বর্ণ, কাব স্কাউট ওয়াহিদ বিন ওয়ালি, কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার ও কাব স্কাউট আরহাম সাফির উল্লাহ। তারা সকলেই প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী। 


স্কাউট লিডার মো: শিমুল হোসাইন বলেন,

রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের কাব স্কাউট ও প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুল এর শিক্ষার্থী যারা শাপলা কাব অ্যাওয়াড অর্জন করেছেন তাদের নেতৃত্বে স্কাউট সদস্যরা সুশৃঙ্খল পরোপকারী, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠতে ও সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটস এর উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে। 


অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে কাব স্কাউট মোহাম্মাদ আসাফ সারওয়ার বলেন, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক কাব স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সব চেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আসাফ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড ধারী আসাফ হওয়ার যাত্রায় সম্পৃক্ত সকল শিক্ষকসহ জনাব মো: শিমুল হোসাইন- উডব্যাজার স্যার ও স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024