|
Date: 2025-03-11 17:54:11 |
বিজিবির নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ ২০২৫) দুপুরে সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে পরিচালিত অভিযানে ২৫ লাখ টাকার টায়ারের গুড়া আটক ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর গাড়ীর টায়ারের গুড়া ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে কলারোয়ার একটি ইটভাটায় অভিযান চালিয়েছে টাস্কর্ফোস।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবি’র নায়েব সুবেদার মোঃ শামীম আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা ১১ মার্চ মঙ্গলবার দুপুরে কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে অভিযান চালায়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে মেশিনের মাধ্যমে গুড়া করা বিপূল পরিমান টায়ারের গুড়া মজুদ পাওয়া যায়। টাস্কফোর্স পরিবেশ আইন লঙ্ঘন করে ইট ভাটায় টায়ারের গুড়া ব্যবহারের নিমিত্তে মজুদ রাখায় আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করে।
এছাড়া বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৭ ধারা মোতাবেক এসবি ব্রিকস এর মালিক কপিল দেব সরকারকে এক লক্ষ টাকা জরিমান করা হয়।
© Deshchitro 2024