আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শংকর কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম। আগামী ১৫ মার্চ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় ক্যাম্পেইনের সুষ্ঠু বাস্তবায়ন, শিশুর পুষ্টি নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ আলোচনা রাখেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024