আশাশুনিতে কমিউনিটি জেন্ডার সংবেদনশীল ঝুঁকি নিরূপণ ও অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের মানিকখালী উন্নয়ন ঘর প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়ান্স টু ডিজাস্টার এন্ড ক্লাইমেট ভালরিবিলিটিস (ICRDCV II) প্রকল্পের আয়োজনে সভায় ডব্লিউডিএমসি মেম্বার, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিনী, দীনমজুর, কিশোর-কিশোরীরা অংশ গ্রহন করেন। ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে সভায় দাতা সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এস এম মনোয়ার হোসেন, ইএসডিও এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা, প্রজেক্ট অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম ও প্রকল্পের অন্যান্য ফিল্ড কর্মকর্তাবৃন্দ আলোচনা রাখেন।
সভায় স্থানীয় জনগোষ্ঠির ঝুঁকি নিরূপণ ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। ইএসডিও প্রণয়নকৃত পরিকল্পনা ইউনিয়ন পরিষদে জমা দেবে এবং প্রকল্পের অধীন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে। উল্লেখ্য, প্রজেক্টের আওতায় বিভিন্ন কার্যক্রম আশাশুনি সদর ইউনিয়নসহ শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে একযোগে বাস্তবায়ন করা হচ্ছে।