জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাহকদের সার্বিক নিরাপত্তায় বিভিন্ন ব‍্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নির্দেশে মঙ্গলবার সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া থানা মিলনায়তনে এই সভার আয়োজন করেন। সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, রমজান মাসে ব‍্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বৃদ্ধি পেয়ে থাকে। সভায় মলমপার্টি, ছিনতাই, ডাকাতি, চুরিসহ অপরাধমুলূক কাজ থেকে গ্রাহকদের সচেতন করতে ব‍্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিম করা হয়েছে। যাতে ব্যাংক থেকে মোটা অংকের টাকা লেনদেনকারী গ্রাহকরা যাতায়াতে নিরাপদ করতে পুলিশের সহায়তা নিতে পারে। ‘ঘটনার পর নয় বরং ঘটনা ঘটার আভাস পেলেই পুলিশের জরুরী নাম্বার ৯৯৯ ও সরিষাবাড়ী থানা পুলিশের নাম্বারে তথ্য দেয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় কৃষি ব‍্যাংক আরামনগর বাজার শাখার কর্মকর্তা মোঃ আল আমিন, জনতা ব‍্যাংক এর ম‍্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেনসহ পূবালী ব‍্যাংক, রূপালি ব্যাংক, সোনালী ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক ও অগ্রণী ব্যাংকের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাগণ বক্তব্য দেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024