|
Date: 2025-03-11 20:46:17 |
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১১ মার্চ মঙ্গলবার মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আহসানুল্লাহ তরফদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও এম হাফিজুর রহমান শিমুলে সঞ্চালনায়।
প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ৪ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান,স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান , শেখ মোজাফফর হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, উপজেলা ছাত্র সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক এস এম সেলিম আহমেদ, সদস্য সচিব, কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান,সিনিয়র যুগ্ম আহবায়ক কামারুজ্জামান,উপজেলা ছাত্র দলে যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন,সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, তাজুল হাসান, উপজেলা তাতী দলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা জাসসা এর আহবায়ক মুরশিদ আলী,সিনিয়র যুগ্ম আহবায়ক,শাহাজান, সহ কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরবর্তীতে চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের হেলালী সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্য দিয়ে ইফতার মাহফিল সমাপ্ত ঘোষণা করা হয়।
© Deshchitro 2024