|
Date: 2025-03-11 23:15:26 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের ৬০০ নারী শিক্ষার্থীর মাঝে ইফতার উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
আজ মঙ্গলবার (১১ মার্চ) একমাত্র ছাত্রী হলের মেইন গেটের সামনে বিকেল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত ইফতার উপহার বিতরণ করে জবি শাখা ছাত্রশিবির।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, “প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাহলে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন।”
হলে অবস্থানরত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমনা সুমি বলেন ,"আলহামদুলিল্লাহ, এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই একসঙ্গে ইফতার করতে পেরেছি। মেনুতে ছিল গরুর মাংসের তেহারি, মুরগির মাংসের তেহারি, ম্যাংগো জুস, বিভিন্ন ফল ও খেজুর। মুসলিমদের জন্য গরুর মাংসের তেহারি এবং হিন্দু শিক্ষার্থীদের জন্য মুরগির মাংসের তেহারি রাখা হয়, যা ছিল সম্পূর্ণ বৈষম্যহীন ও সবার প্রতি সম্মানজনক।
সারিবদ্ধভাবে খাবার পরিবেশনের ফলে পুরো প্রক্রিয়া ছিল সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ। রমজানের মতো একটি পবিত্র মাসে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই খুব আনন্দিত ও উৎফুল্ল ছিলাম। আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।"
ইফতার উপহার বিতরণ কর্মসূচি সম্পর্কে জবি শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে; শিক্ষার্থীদের নিয়েই পথ চলে। তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টা করছি। মসজিদে যে ইফতার হয়, সেখানে আমরা খেজুর ও ফলের ব্যবস্থা করি। তাছাড়া, প্রতিটি অনুষদের অধীনে আমরা ইফতারের মাহফিল আয়োজন করেছি, যেখানে অনেক শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু আমাদের বোনদের জন্য ইফতারের বিশেষ কোনো আয়োজন থাকে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইফতারগুলো বোনদের সঙ্গে ভাগাভাগি করব। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট আনন্দগুলো একসঙ্গে ভাগাভাগি করতে।”
© Deshchitro 2024