|
Date: 2025-03-11 23:21:59 |
বগুড়ার নন্দীগ্রামে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ই মার্চ (মঙ্গলবার) দুপুর ১ টায় নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের রনবাঘা বাজারে মেসার্স অশোক ট্রেডার্সে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল সার বিক্রির অপরাধে বাংলাদেশ সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ধারায় সার ব্যবসায়ী অশোক প্রসাদ (৫২) কে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম। এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি এই প্রতিবেদককে বলেন, লেবেলে বর্নিত রাসায়নিক গঠন অপেক্ষা নিম্নমানের উপাদানে ভেজাল সার বিক্রি করা যাবেনা, এক্ষেত্রে আইন মানতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024