|
Date: 2025-03-11 23:47:33 |
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ কক্সবাজার সফরে আসছেন। রোহিঙ্গাদের দুর্দশা স্বচক্ষে প্রত্যক্ষ করতে এবং তাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি প্রকাশ করতে তিনি সরাসরি ক্যাম্প পরিদর্শন করবেন। দিনের শেষে তিনি আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের সঙ্গে ইফতারেও অংশ নেওয়ার কথা রয়েছে।
মায়ানমারের বাস্তুচ্যুত জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ১২ মার্চ তিনি ঢাকা পৌঁছাবেন এবং পরদিন কক্সবাজারের পথে রওনা হবেন। সফরকালে তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, পররাষ্ট্র, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ বাংলাদেশ মিশনের প্রতিনিধি ও অন্যান্য মানবিক সহায়তা সংস্থার প্রধানরা।
রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং ক্যাম্পে কর্মরত জাতিসংঘ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ইতোমধ্যে তার সফরের প্রস্তুতি নিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি কক্সবাজার সফর করে গেছেন।
আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ মহাসচিবের এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি মানবিক বার্তা যেখানে নিপীড়িত মানুষের আর্তনাদ শুনে সমাধানের পথ খোঁজা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন তার সফরে আশানুরূপ ফল আসবে।
© Deshchitro 2024