|
Date: 2025-03-12 04:46:02 |
মৌলভীবাজারের বড়লেখায় থানা মসজিদ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের সাধারণ সভা ও কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। গত ( ০৭ মার্চ) শুক্রবার সন্ধ্যায় অস্থায়ী অফিসে এ কমিটির আত্মপ্রকাশ করা হয়।এসময় আগামী ৩ বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে আব্দুল হান্নানের সভাপতিত্বে ও কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর কবির বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রাসেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাই আহমদ প্রমুখ।
কমিটিতে লুৎফুর রহমান শিপনকে সভাপতি, চেরাগ আলীকে সাধারণ সম্পাদক ও হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি জাহাঙ্গীর কবির বুলবুল,সিনিয়র সহ সম্পাদক রাজিব আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব,কোষাধ্যক্ষ হোসেন আহমদ প্রমুখ।
কমিটির সভাপতি লুৎফুর রহমান শিপন বলেন,বড়লেখা থানা মসজিদ মার্কেট ব্যবসায়ীবৃন্দের নতুন কমিটি করা হয়েছে।এই কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা ও সমস্যা সংক্রান্ত যেকোনো কিছু আমরা সমাধানের চেষ্টা করবো।মার্কেট পরিচালনা করতে সকল ব্যবসায়ীবৃন্দ সহ জনসাধারণের সহযোগীতা কামনা করছি।
© Deshchitro 2024