|
Date: 2025-03-12 13:10:21 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আত্মনির্ভরশীল দলের সদস্যদের দুপুরিয়া গ্রামের অন্জলী রানী বর্মনের বাড়িতে অংশগ্রহণমূলক মনিটরিং (এফডিপি, আত্মনির্ভরশীল দল) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ২০২৫ বুধবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ অংশগ্রহণমূলক মনিটরিং কি বুঝতে ও অনুশীলন করতে পারবেন এবং তারা তাদের এফডিপি এবং আত্মনির্ভরশীল দলের কার্যক্রমের অগ্রগতি যাচাই করতে পারবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা অংশগ্রহণমূলক মনিটরিং কি? অংশগ্রহণমূলক মনিটরিং কীভাবে করা যায়, মনিটরিং এবং অংশগ্রহণমূলক মনিটরিং মধ্যে ধারণা প্রদান পরিবার উন্নয়ন পরিকল্পনা (এফডিপি) কীভাবে অংশগ্রহণমূলক মনিটরিং করা যায়, এফডিপির মনিটরিং টুলস (সবুজ, হলুদ, লাল কালার ব্যবহারিক চর্চা) নিয়ে সহভাগিতা এসআরজির পরিকল্পনার অগ্রগতির অংশগ্রহণমূলক মনিটরিং টুলস (মুড মিটার/স্কোরিং) নিয়ে সহভাগিতা এবং প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন আলোচনা করা হয়। উক্ত অংশগ্রহণমূলক মনিটরিং প্রশিক্ষণ প্রদান করেন, কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক মিস্টার সালসেং সাংমা। প্রশিক্ষণে কাংশা ইউনিয়ন ৬টি গ্রামের ৬টি আত্মনির্ভরশীল দলের ২০ জন সদস্য অংশ গ্রহণ করে।
© Deshchitro 2024