|
Date: 2025-03-12 14:10:13 |
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ মার্চ) আইআরডিসির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের এক দাওয়াতনামায় এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
দাওয়াতনামাতে বলা হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। প্যানেল আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ আলোচনা করবেন।
এছাড়া আইআরডিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।
© Deshchitro 2024