বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পীরগাছার সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শিবরাম। ১০৫জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ৪০জন। সাধারণ বৃত্তি পায় ১৩জন। ঈর্ষান্বিত এ সাফল্যে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলে অনেকে মনে করছেন।
‘যুগোপযোগী সৃজনশীল শিক্ষা প্রদান’ এ লক্ষ্য নিয়ে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন বড়পানসিয়া (হাজিপাড়া) নামক স্থানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সাফল্য অর্জন করেন তারা। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির পাশাপাশি আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সুবিধা রয়েছে। বর্তমানে স্কুলটিতে ২৫০জন শিক্ষার্থীর বিপরীতে ১৮জন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।
অভিভাবক জনি সিং বলেন, আমি গর্বিত এমন একটি প্রতিষ্ঠানে আমার ছেলে পড়াশোনা করছে। স্কুলের রেজাল্ট অনেক ভালো। আমি গর্বিত যে, ভালো শিক্ষা পাচ্ছে আমার সন্তান।
আরেক অভিভাবক মৌসুমী আক্তার মিতু বলেন, আমার কাছে মনে হয়েছে পীরগাছায় যত শিক্ষাপ্রতিষ্ঠান আছে সবার চেয়ে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল বেটার, বেস্ট। আমি চাইব ভালো স্কুল বেছে নিতে।
সহকারী শিক্ষক জুয়েল হোসেন বলেন, কিন্ডারগার্টেন সোসাইটির ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল। এর কৃতিত্ব আমাদের সবার। বিশেষ করে পরিচালক স্যার আমাদের অনেক সহযোগিতা করেছেন।
পরিচালক আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, প্রতিবছর ন্যায় কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা গৌরব অর্জন করে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ১০৫জনের মধ্যে ৫৩জন বৃত্তিপ্রাপ্ত হয়। সারাদেশের মধ্যে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করে। এ সাফল্য সবার।