পশ্চিম সুন্দরবনের অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে বনবিভাগ কর্তৃক তিন জেলেকে আটক করা হয়েছে।

বুধবার(১২ মার্চ) সকাল ১১টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন উপজেলার গাবুরার চকবারা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ মোস্তাক(৪৯), ৯ নং সোরা গ্রামের ফুলশাত গাজীর ছেলে খলিল গাজী(৬০) ও ডুমুরিয়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে শফিকুল ইসলাম(৫৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, চারটি ফাঁস জাল, চারটি পানির ড্রাম, তিনটি দা, কুড়াল একটি, বৈঠা একটি ও গ্রাফি চারটি জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শিবেন মজুমদারের নেতৃত্বে স্মাট টিমের সদস্যরা টহলকালে বেহেলা খাল এলাকায় মান্দারবাড়ীয়া অভয়ারাণ্য কেন্দ্র থেকে তাদেরকে মাছ ধরার সরঞ্জাম সহ আটক করেন।

তিনি আরও জানান আটক জেলেদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024