জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল শুরু করেছে। তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। এ অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।


বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই জনগণের চাওয়া। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন। এখনই দেশে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।


তিনি আরও বলেন, সরকারের আশপাশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। যারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।


ফারুক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কারও কথায় চলবেন না। বিবেকের তাগিদে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।


বিএনপি নেতা আরও বলেন, বিগত সরকারের তুলনায় এবারের রমজানে জনগণ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024