রাজবাড়ীতে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজী, ৬ জন আটক রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্বহেডে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও শিবালয় কোস্টগার্ডের যৌথবাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার মৃত রবিদাসের ছেলে সুমন দাস (৪৪), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ফেলু শেখের ছেলে সোহাগ শেখ। তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। এছাড়া অপর ৪ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। দৌলতদিয়া নৌ -পুলিশ সূত্রে জানা গেছে , ১১ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মানিকগঞ্জের শিবালয় থানার কোস্ট গার্ডকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করে।  পরে তাদেরকে দৌলতদিয়া লঞ্চঘাটে নিয়ে আসলে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই আসামীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া অপর চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এ সময় গ্রেফতারকৃত আসামি ও তাদের সহযোগীরা নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ফাঁড়ির বিরুদ্ধে মানব বন্ধন করার হুমকি দেয়। এ ব‍্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, আটক ৬ জনের মধ্যে চিহ্নিত ২ জনকে শাস্তি প্রদান এবং ৪ জনের ক্ছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেড়ে দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024