আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভায় মূল আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনা ও প্রস্তাবনামূলক আলোচনা রাখেন, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, জার্নালিম ফর সুন্দরবন এর জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সামাজিক বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিম, আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন যুগ্ম আহবায়ক এস কে হাসান, যুব কমিটির সদস্য আশরাফ হোসেন, পবিত্র সরকার, কেডি, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সভায় দায়িত্ব ও কর্তব্য কর্মে উল্লেখযোগ্য অবদান রাখায় ইয়্যুথ ফর সুন্দরবন সদস্য নাইমকে পুরস্কৃত করা হয়।