|
Date: 2025-03-12 20:47:15 |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে করা হয়েছে।বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাঁকজমক আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, সহযোগী অধ্যাপক মোঃ আবদুল্লাহ আল জামিল, সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, মাশিয়াত যাহিন, সাবিকুন নাহার বিপাশা, প্রভাষক আবু ওবায়দা রাহিদ এবং বিভাগের ছাত্র উপদেষ্টা প্রভাষক আফজাল হোসাইন। এছাড়া বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় দেড়শো শিক্ষার্থী উপস্থিত ছিল।
ইফতার নিয়ে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার বলেন, 'খোলা মাঠে ইফতার করা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। মনে হচ্ছিল, আমরা যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই ইফতার মাহফিলকে এক অন্যরকম মাত্রা দিয়েছে।'
© Deshchitro 2024