নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাঠের মধ্যে নিম গাছ থেকে আব্দুর রাকিব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১০ ডিসেম্বর সকালে উপজেলার পাড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিউপজেলার পাড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সবার অগচরে বাড়ী থেকে বের হয়ে মাঠের মধ্যে নিমগাছের ডালের সাথে গরু বাধা লাইলনের রশি দিয়ে গলায় দিয়ে ঝুলে পড়ে। সকালে গ্রামের সাধারণ মানুষ কাজের জন্য মাঠে গিয়ে রাকিবের ঝুলন্ত লাশ দেখতে পায়। থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সে নিয়মিত নেশা করতো। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন,পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।