|
Date: 2025-03-13 10:25:18 |
মোংলায় আলোচিত সেই ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি মালেক ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত মালেক মোংলা পৌর শহরের আরাজী মাকোরঢোন এলাকার মৃত শামসু ফকিরের ছেলে।
তিনি আরো জানান, মালেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় রোববার মামলা করেন শিশুটির মামা। বুধবার বিকেলে বরগুনা জেলা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের নলিবাজার থেকে মালেককে গ্রেপ্তার করা হয়।
© Deshchitro 2024