নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ, নিবন্ধন নং-২২০, তারিখ: ১০/০৪/২০০৮ খ্রি. ঝিনাইগাতী, শেরপুর। সাবেক কমিটি (১৯/০৩/২০১৫ ইং হইতে ১৯/০৩/২০১৮ ইং মেয়াদের) ১। জনাব আলহাজ্ব মোঃ আবু হানিফ-সদস্য নং-০১, সাবেক সভাপতি, ২। জনাব মোঃ সোলাইমান হক, সদস্য নং-০৩, সাবেক সম্পাদক, ৩। জনাব আলহাজ্ব মোঃ চাঁন মিয়া সদস্য নং- ৩০. সাবেক কোষাধ্যক্ষ, নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ নিবন্ধন নং- ২২০, তারিখ: ১০/০৪/২০০৮ খ্রিঃ ঝিনাইগাতী, শেরপুর। উক্ত কমিটি সাবেক কমিটি (০১/০৭/২০১০ ইং হইতে ১৯/০৩/২০১৫ ইং মেয়াদের) ১। জনাব মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী, সদস্য নং-৪৬ সাবেক সভাপতি, ২। জনাব মোঃ শাহ জালাল সাজল, সদস্য নং-২৪, সাবেক সম্পাদক, ৩। জনাব মোঃ আব্দুল হাই সদস্য নং-২৫. সাবেক কোষাধ্যক্ষ উক্ত কমিটির বিরুদ্ধে ২২/০৭/২০১৫ ইং তারিখ সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) ৪৯ ধারায় তদন্তের জন্য জেলা সমবায় অফিসার বরাবর আবেদন করলে মহোদয়ের কার্যালয়ের স্মারক নং-১৪৯৪ (২) তারিখ: ১৯/১০/২০১৫ ইং মোতাবেক জনাব মোঃ রুকুনোজ্জামান পরিদর্শক জেলা সমবায় কার্যালয় শেরপুর ও জনাব মোঃ নওশেদুদজ্জামান পরিদর্শক জেলা সমবায় কার্যালয় শেরপুর দ্বয়কে সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) ৪৯ ধারায় তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করিলে সে প্রেক্ষিতে স্মারক নং-৩৬৯, তারিখ: ১০/০৪/২০১৬ ইং নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) ৪৯ ধারায় তদন্ত করে ১২ (বারো) পাতার এক ফর্দ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ৪৯ ধারা তদন্ত প্রতিবেদনে অনেক ভুলত্রুটি থাকার জন্য জেলা সমবায় অফিসার উপরে উল্লিখিত তদন্ত কর্মকর্তা দ্বয়ের কাছে স্মারক নং-১২০৩ (২) তারিখ: ১১/০৫/২০১৬ ইং মূলে ব্যাখ্যা চাইলে ৪৯ ধারায় তদন্ত প্রতিবেদনে ভুলত্রুটি থাকার জন্য লিখিত ভাবে ক্ষমা প্রার্থনা করেন। তাতে উক্ত ভুল প্রতিবেদন অকার্যকর হয়ে যায়। তথাপিও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফ, সদস্য নং- ০১. হিংসার বশবর্তী হয়ে সিআর আমলী আদালত, ঝিনাইগাতী, শেরপুর এর মামলা নং- ২০/২০২৩, তারিখ- ১৬/০১/২০২৩ ইং রুজু করেন। সিআইডি শেরপুর স্মারক নং- ২৭২৮, তারিখ- ২৯/১১/২০২৩ ইং প্রতিবেদনে অত্র মামলাটি সাক্ষ্য প্রমাণে, ঘটনার পারিপার্শ্বিকতায়, প্রাপ্ত প্রত্যয়নপত্রের মতামতের ভিত্তিতে তথা সার্বিক অনুসন্ধানে বিবাদী ১। মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী (৫৮), পিতা- মৃত আব্দুল আলী চৌধুরী, সাং-হলদীগ্রাম ২। মোঃ শাহজালাল সাজল (৫৬), পিতা- মৃত ছামেদ আলী, সাং- মাটিয়াপাড়া ৩। মোঃ আবদুল হাই (৫৪), পিতা- মৃত আঃ ছামাদ, সাং- দিঘীরপাড়, ৪। মোঃ আমিনুল ইসলাম (৭০) পিতা- মৃত মমিজল হক সরকার, সাং- নয়াগাঁও, সর্ব থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুরদের বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ তথা পেনাল কোড আইনের ৪০৬/৪২০/৪০৮/১০৯ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় নাই। সিআইডি শেরপুর জেলা কার্যালয়ের স্মারক নং-৯৭৩ তারিখ-২২/০৬/২০২৩ খ্রিঃ মূলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে দাখিলকৃত সাক্ষ্যের স্মারকলিপির উপর স্মারক নং- এসএস/শের/কোর্ট/২৫-২০২৩/৬৪ (০৪) তারিখ-২৮/১১/২০২৩ খ্রিঃ মূলে আদেশ প্রাপ্ত হইয়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিজ্ঞ আদালতে উক্তরূপ অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। জনাব, মোঃ আবুল কাশেম জেলা সমবায় কর্মকর্তা শেরপুর প্রত্যয়ন করেন যে, নবযাত্রা বহুমুখী সমবায় সমিতি লিঃ নিবন্ধন নং-২২০, তারিখ: ১০/০৪/২০০৮ইং, ঝিনাইগাতী, শেরপুর। এর ০৩/১০/২০২১ ইং স্মারক নং-২২০/০৫ মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি এবং ৩০/০৯/২০২০ ইং তারিখ আলহাজ্ব মোঃ আবু হানিফ, সাবেক সভাপতি, মোঃ সোলায়মান হক, সাবেক সম্পাদক ও আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, সাবেক কোষাধ্যক্ষ এদের স্বাক্ষরিত ৪৯ ধারায় তদন্ত আবেদনের প্রেক্ষিতে জনাব মোঃ মশিউর রহমান যুগ্ম নিবন্ধন বিভাগীয় সমবায় কার্যালয়, স্মারক নং-৪৭.৬১.০০০০.০০০.২৭.৮৪. ১৬.৬৫/১(৭) তারিখঃ ১১/০১/২০২২ ইং এর আদেশে সমিতির সার্বিক কার্যক্রমের উপর জনাব মোঃ শফিকুল ইসলাম উপ-নিবন্ধক (বিচার) বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ। এর ধারা ৪৮ মোতাবেক পরিদর্শন করেন। আদেশ নং-৪৭.৬১.০০০০.০০০.২৭.৮৪.১৬.১৬৪৩/১(৫) তারিখ: ১৯/১০/২০২১ ইং ৪৯ ধারা মোতাবেক পরিদর্শনের জন্য সুপারিশ করেন। জনাবা জাকিয়া সুলতানা সহকারী নিবন্ধক (সমিতি অডিট ও আইন) তদন্তকারী কর্মকর্তা বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ। সমিতির শুরু থেকে ফেব্রুয়ারি ২০২২ ইং পর্যন্ত সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত, ২০০২ ও ২০১৩) এর ধারা ৪৯/১ (৬) মোতাবেক স্মারক নং-৪৭.৬১.০০০০.০০০.২৭.৫৪৭.২০২১.১৫৬ (৬) তারিখ ২৬/০১/২০২২ ইং তদন্ত 'করেন। জনাব মোঃ আবুল কাশেম জেলা সমবায় কর্মকর্তা -শেরপুর এর যাচাই বাছাই এর পর শুনানি স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.০২৭.০০১.১৬.১০৩৬(৫), ৪৭.৬১.৮৯০০.০০০.০২৭.০০১.১৬.১০৩৭(৫), ৪৭.৬১.৮৯০০.০০০.০২৭.০০১.১৬.১০৩৮ (৫), ৪৭.৬১.৮৯০০. ০০০.০২৭.০০১.১৬.১০৩৯(৫) ৪৭.৬১.৮৯০০. ০০০.০২৭.০০১.১৬.১০৪০ (৫), স্মারক নং- ৪৭.৬১.৮৯০০.০০০.০২৭.০০১.১৬.১৫৬৪ (৫), তারিখ- ০৪/১২/২০২২ ইং, স্মারক নং- ৪৭.৬১.৮৯০০. ০০০.০২৭.০০১.১৬.২৭২(৫), তারিখ- ২২/০২/২০২৩ ইং, বিভাগীয় তদন্তে নিম্নে লিখিত কমিটির উপরে দায় নির্ধারণ করেন।

১। সাবেক সভাপতি, আলহাজ্ব মোঃ আবু হানিফ, সদস্য নং-০১।

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১০৬৭/১(৫), তারিখ: ২১/০৮/২০২২ ইং টাকা ২,৩০,৬২০/-

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.২৭২(৫), তারিখ: ১২/০২/২০২৩ ইং টাকা- ৯,০০০/- ২,৩৯,৬২০/-

২। সাবেক সম্পাদক, মোঃ সোলাইমান হক, সদস্য নং-০৩।

স্মারক নং-৪৭.৬১.৮৯০০,০০০,২৭০০১.১৬.১০৬৬/১(৫), তারিখ: ২১/০৮/২০২২ ইং টাকা- ৩,৩৯,৭৭০/-

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১৫৬৪, তারিখ: ০৪/১২/২০২২ ইং টাকা- ২,৮০,৩৯৪/-

৩। সাবেক কোষাধ্যক্ষ, আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, সদস্য নং-৩০। ৬,২০,১৬৪/-

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১০৬৮/১(৫), তারিখ: ২১/০৮/২০২২ ইং টাকা-৫৬,২৫০/-

৪। সাবেক অব্যাহতিপ্রাপ্ত সম্পাদক, আলহাজ্ব মোঃ সামসুদ্দিন, সদস্য নং-০২।

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১০৬৪/১(৫), তারিখ: ২১/০৮/২০২২ ইং টাকা-৭,১০০/-

৫। সাবেক অন্তবর্তীকালীন সভাপতি, মোঃ আমিনুল ইসলাম, সদস্য নং-৫৩।

স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১০৬৫/১(৫), তারিখ: ২১/০৮/২০২২ ইং টাকা ১,২০,৫৮১/-

সর্ব মোট টাকা= ১০,৩৬,৬১৫/-

তন্মধ্যে স্মারক নং-৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.১০৬৫/১(৫), ২১/০৮/২০২২ ইং তারিখে দায় নির্ধারিত ১,২০,৫৮১/- টাকার বিরুদ্ধে ২৮/০৯/২০২২ ইং তারিখে জেলা সমবায় কর্মকর্তার বরাবর আপিল আবেদন করিলে। উক্ত আপিল আবেদনটি তদন্তে স্মারক নং- ৪৭.৬১.৮৯০০.০০০.২৭০০১.১৬.২৭২ (৫),১২/০২/২০২৩ ইং তারিখে নিম্ন লিখিত ব্যক্তিবর্গের নামে দায় নির্ধারিত হয়।

ক) জনাব মোঃ আব্দুল হামিদ, সাবেক সভাপতি, সদস্য নং-৩৮- ১১,০০০/-

খ) আলহাজ্ব মোঃ আবু হানিফ, সাবেক সভাপতি, সদস্য নং-০১- ৯,০০০/-

গ) শ্রী চিন্তা হরন সরকার, সাবেক অন্তবর্তীকালীন সভাপতি, সদস্য নং-৪৯- ৫৮,৫৮১/-, ৭৮,৪৮১/-

বাকী ৪৪,০০০/- টাকা বর্তমান সভাপতি মোঃ আমিনুল ইসলাম সমিতির ডেবিট/ক্রেডিট ভাউচার নং-০১,০১/১০/২০২২ ইং তারিখে সমিতির তহবিলে জমা করে দায়মুক্ত হন।

সর্বমোট- ১০,৩৬,৬১৫/- (দশ লক্ষ ছত্রিশ হাজার ছয় শত পনেরো) টাকা মাত্র জেলা সমবায় কর্মকর্তা দায় নির্ধারণ নিশ্চিত করেন। কিন্তু উপরে উল্লিখিত মেয়াদের মধ্যে ৪৯ ধারায় তদন্তের ও যাচাই বাছাই এ কোন প্রকার আত্মসাৎ এর প্রমাণ না পাওয়ায় নিম্ন ব্যক্তিদের নামে দায় নির্ধারণ করার সম্ভব হয় নাই।

০১। মোঃ ওয়াদুদ চৌধুরী, সদস্য নং- ৪৬, সাবেক সভাপতি।

০২। মোঃ শাহজালাল সাজল, সদস্য নং- ২৪, সাবেক সম্পাদক।

০৩। মোঃ আব্দুল হাই, সদস্য নং- ২৫, সাবেক কোষাধ্যক্ষ।

৪৯ ধারার তদন্ত প্রতিবেদন এর আলোকে সাবেক কমিটি ০১। সদস্য নং- ০১, মোঃ আবুল হানিফ, (সাবেক সভাপতি) পিতা- মৃত মৌলভী আব্দুল হক, সাং- পশ্চিম গজারীকুড়া, ২। সদস্য নং- ০৩. মোঃ সোলাইমান হক, (সাবেক সম্পাদক), পিতা- মৃত আব্দুস ছামাদ, সাং- রাংটিয়া, ৩। সদস্য নং- ৩০, মোঃ চাঁন মিয়া, (সাবেক কোষাধ্যক্ষ), পিতা- মৃত টিপু হোসেন, সাং, ঝিনাইগাতী, সর্ব থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুরগণদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সমবায় কর্মকর্তার নির্দেশ মোতাবেক জনাব, মোঃ আমিনুল ইসলাম, সদস্য নং- ৫৩, বর্তমান সভাপতি, সিআর আমলী আদালত, ঝিনাইগাতী শেরপুর মামলা নং- ৩২২/২০২২, তারিখ- ১৩/১১/২০২২ রুজু করেন।

মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম: প্রাথমিক তদন্ত কার্যক্রম: সিআইডি শেরপুর এর স্মারক নং- ২৭২৫, তারিখ- ১৮/১১/২০২৩ ইং ও পরিসংখ্যান ব্যুরো শেরপুর স্মারক নং- ৫২.০১.৮৯০০,০০০.৪৫.০০৫.২৪.২৫৯, তারিখ- ২২/০৩/২০২৪ ইং কর্তৃক তদন্ত প্রতিবেদনে বাদীর আনিত অভিযোগ তথা পেনাল কোড আইনের ৪০৬/৪২০/৪০৮/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। সিআর আমলী আদালত, ঝিনাইগাতী, শেরপুর মামলা নং- ৩২২/২০২২ এর বিচারকার্য চলমান রয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024