কক্সবাজারের কুতুবদিয়ায়  ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার, কেনা কাটায় ব্যাস্ত নারী -পুরুষ। তবে ক্রেতারা বলছেন, এবার দাম তুলনামূলক বেশি। দাম বেশি হওয়ার নানা কারণও দেখাচ্ছেন বিক্রেতারা।

গতকাল বুধবার(১২মার্চ২০২৫) উপজেলার বড়ঘোপ বাজার ও ধুরুং বাজার  ঘুরে নারী ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। কাপটের দোকান গুলোতে যেন পা ফেলার জায়গা নেই। সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়। নারীরা কিনছেন শাড়ি-থ্রিপিস। তবে পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি।একই চিত্র কসমেটিক, জুতাসহ অন্য দোকানগুলোতে। ক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে পছন্দসই পোশাক ততই কম পাওয়া যাবে। দামও যাবে বেড়ে। এ আশঙ্কায় আগেভাগেই কেনাকাটায় নেমেছেন তারা।

উপজেলার ধুরুং বাজারে তানভির ফ্যাশনে  কেনাকাটা করতে আসা নারী ক্রেতা বলেন, প্রথমে শিশুদের, পরে বাড়ির নারীদের জন্য জামা কিনেছেন। জিমিয়া নামে আরেক এক ক্রেতা বলেন, মেয়ের জন্য জামা কিনলাম। তবে গতবারের তুলনায় এবার সব জামারই দাম তুলনামূলক বেশি। বেশি পছন্দ হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলো। নায়রা, আলিয়া কাট জামাগুলো।

তরুণ-যুবকদের প্রথম পছন্দ পাঞ্জাবি। এবার সিকোয়েন্স আর রেমি কটন পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। নারীরা জামার সঙ্গে মিলিয়ে কিনছেন বিভিন্ন ধরনের জুতা।এদিকে পোশাকের দোকানদার  জানান, এবার নারীদের ২-৩হাজার টাকা দামের পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে। তবে গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। আমাদের কিনে আনতে খরচ বেশি পড়ে যাচ্ছে।

একাধিক ব্যবসায়ীরা   বলেন, অন্যান্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তার প্রভাব পোশাক-পরিচ্ছদের ওপর পড়েছে। তাদের পাইকারিই বেশি দামে কেনা পড়ে যাচ্ছে। এমন নয় যে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।সন্ধ্যার পর বাজারে ক্রেতা বেড়ে যায়। এবার বেচাকেনা বেশ জমজমাট।সামনে আরোও বাড়বে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024