রাজবাড়ীর পাংশায় ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার ।



রাজবাড়ীর পাংশায় উপজেলাধিন কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে ১৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সংঙ্গে থাকা অপর জন দৌড়ে সুকৌশলে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত দুইটা পঞ্চান্ন মিনিটের সময় পাংশা উপজেলার কসমাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী হলো পাংশা থানার রুপিয়া ঘাট এলাকার মোঃ ইব্রাহিম সরদারের ছেলে আরিয়ান আহমেদ সম্রাট (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ।পাংশা মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ সালাউদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত দুইটা পঞ্চান্ন সময়ের দিকে এসআই (নিঃ) জোবাইন ফেরদৌস সংগীয় ফোর্স সহ পাংশা উপজেলার কসমাজাইল বাজারের তিন রাস্তার মোর থেকে আরিয়ান আহমেদ সম্রাটকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় আরিয়ান আহমেদ সম্রাট এর নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা ও একটি টেকনো স্মাট ফোন উদ্ধার করা হয়।অপর এক জন দৌড়ে সুকৌশলে পালিয়ে যায় ।পলাতক আসামী হলো পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের শান্তি খোলা গ্রামের আমোদ আলীর ছেলে মোঃ তুহিন বিশ্বাস(৩৭)। গ্রেপ্তারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। আটককৃত ব্যক্তিসহ পলাতক আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024