জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত



জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজবাড়ী সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু।
উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মো. জহুরুল হক সহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ বলেন, “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেলে, আমরা শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল নিশ্চিত করতে পারবো।”
এসময় উপস্থিত সাংবাদিকরা ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের ক্যাম্পেইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়, যাতে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024