জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা হস্তান্তর না করার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের জন্য উপজেলা নির্বাচন অফিসের সব কার্যক্রম বন্ধ ছিল।


আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।


বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে 'রক্তে গড়া এনআইডি কোথাও নিতে দিবো না', 'ইসি'র অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি', ১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসির অধীনে নিরাপদ' ইত্যাদি স্লোগান লেখা সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন কর্মসূচি পালনকারীরা।



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইনেন্স অপারেটর মো. মমিনুর ইসলাম এবং ডাটা এন্ট্রি অপারেটর আবিদা রহমান মিম।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী বলেন, 'জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানন্তরের বিষয়টি কূট পরিকল্পনারই অংশ। নির্বাচন কমিশন থেকে এনআইডির পরিষেবা সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেব।’


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024