|
Date: 2025-03-13 22:55:42 |
জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের কর্মসুচী মোতাবেক আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসুচী পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাচন অফিস চত্বরে এই কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন অফিসার শাহিন আলম, কম্পিউটার অপারেটর মনমোহন বসাক, সেবা গ্রহিতা মৃদুল কুমার কর্মকার, আলমগীর হোসেন, আফরোজা বেগম প্রমুখ। সভায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের পরিকল্পনার বিরুদ্ধে তাদের দাবী মেনে নেয়ার আহবান জানানো হয়।
© Deshchitro 2024