|
Date: 2025-03-13 23:25:52 |
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সিরাজপুর ইউনিয়নে মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুরে নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মীরা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামার বাডীর ডিএই উইং সরেজিমন(মনিটরিং ও বাস্তবায়ন) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ জামাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার শহীদুল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসার মো. তাজ উদ্দিন সম্রাট,মো. ফরহাদ আলী,মো. জাফর প্রমূখ।
© Deshchitro 2024