|
Date: 2025-03-14 19:36:09 |
গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গার পরিস্থিতি দেখতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ায় শরণার্থী শিবিরে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, প্রতি বছর রমজানে জাতিসংঘ মহাসচিব মুসলিমদের সঙ্গে ইফতার করেন। এবার সেই সৌভাগ্য হয়েছে বাংলাদেশের।
শুক্রবার দুপুর ১২টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম তাদের স্বাগত জানান।
সমুদ্র সৈকত ভ্রমণ
বেলা ২টা ১২ মিনিটে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে পৌঁছে লার্নিং সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলেন এবং সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ঘুরে দেখেন। রোহিঙ্গা শিশুরা তার সঙ্গে ছবি তোলে এবং মুহূর্তগুলো স্মরণীয় করে রাখে।
© Deshchitro 2024