নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলটির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং চরহাজারী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক কার্যক্রম দমনে সবসময় বাধা দিয়েছে। তবে বিএনপি জনগণের দল, যেকোনো আন্দোলনে আমরা রাজপথে থাকবো।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, চরহাজারী ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মজিদ মেম্বার, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদ উল্যাহ,সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম মাসুদ,ছাত্রদল নেতা আজিজ আজমীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও ব্যারিস্টার মওদুদ আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024