সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ।

আগামী দুই বছরের জন্য (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল পুনরায় নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে  ১১টি পদের বিপরীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সাধারন সম্পাদক পদ ছাড়া বাকি ১০টি পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা গত ৮মার্চ ২০২৫ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ১০টি পদে ১৪জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
শুক্রবার (১৪মার্চ) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শুধু সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে সময় টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল ও ডিবিসি 'র দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান।দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আশফাক আহমেদ ।গোলাম নবী দুলাল ৩৬ভোট পেয়ে  নির্বাচিত হন ।তার প্রতিদ্বন্দ্বি মোর্শেদুর রহমান পান ১১ভোট।
১৪৩১ বঙ্গাব্দে অনুষ্ঠিত দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ)চূড়ান্তভাবে নির্বাচিত সকল প্রার্থীদের নাম প্রকাশ করেন নির্বচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আশফাক আহমেদ । কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু,সহ সভাপতি শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল,সহ সাধারণ সম্পাদক রতন সিং,কোষাধ্যক্ষ বিপুল সরকার সানি,সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু,ক্রিয়া সম্পাদক বেলাল উদ্দিন শিকদার,সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু,দপ্তর সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম,তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক মাসুদ রেজা হাই এবং সদস্য রিয়াজুল ইসলাম,রোস্তম আলী মন্ডল,রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ।নির্বাচন পরিচালনা কমিটির সহকারী হিসেবে ছিলেন অশোক কুমার ।এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024