রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ আরিয়ান আহমেদ (২৩) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার কসবামাজাইল এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তুহিন বিশ্বাস (৩৭) নামের একজন সুকৌশলে পালিয়ে যায়। আটককৃত আরিয়ান পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে। পলাতক আসামী উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে।


পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পাংশা মডেল থানার এস আই জোবাইন ফেরদৌস ও এএসআই পরিতোষ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024