|
Date: 2025-03-15 19:49:43 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়শা সিদ্দিকা রুপালীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন। আয়শা সিদ্দিকা রুপালী উপজেলার তেঁতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। পুলিশ জানায়, আয়শা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়ের করা একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ শুক্রবার ভোরে তেঁতুলতলা গ্রামের তার নিজ বাড়িতে গ্রেফতার করা হয়। ওসি জানান, ওইদিনই আয়শা সিদ্দিকা রুপালীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আয়শা সিদ্দিকা রুপালীর পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছেন আয়শা সিদ্দিকা রুপালী।
© Deshchitro 2024