ছবি-ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাছান।


কুতুবদিয়ায় ৩০হাজার ৬৬৬শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।গতকাল  শনিবার  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাছান  শিশুর মূখে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাছান জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী উপজেলা ৬টি ইউনিয়নে ১৪৫টি ক্যাম্পে ৬ থেকে ১১ মাস ২,৮৭৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২৭,৭৯১ জন মোট ৩০,৬৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এতে,৬-১১মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024