ভি বি ডি জয়পুরহাট জেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ শনিবার জয়পুরহাট সদর উপজেলা হল রুমে সকল সদস্য ও দাযিত্ব শীল সেচ্ছাসেবী আয়োজনে, উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন মোঃ জিসান আলামিন সভাপতি ভি বি ডি জয়পুরহাট। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ভি বি ডি সহ- সভাপতি আল মুমিন মেহরাব সাধারণ- সম্পাদক রাকিবুল হাসান, জনসংযোগ কর্মকতা ইস্তিয়াক আহম্মেদ, কোষাধ্যক্ষ মোস্তাকিম ইসলাম, মানব সম্পদ কর্মকর্তা নাবিহা তাহসিন নোহা,ভি বি ডি আক্কেলপুর উপজেলার প্রতিনিধি সাগর হোসেন, প্রজেক্ট অফিসার রিফাত হোসেন সহ উপজেলা সকল সদস্য। ভি বি ডি পাঁচবিবি উপজেলার প্রতিনিধি, জিসান সহ ভিবিডি জয়পুরহাট জেলা টিমের সদস্য বৃন্দ। উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নাসিম কোষাধ্যক্ষ ভি বি ডি আক্কেলপুর উপজেলা। ভিবিডি একটি সামাজসেবক সংগঠন এই সংগঠন থেকে প্রতি বছর সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের সহযোগিতা করে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024