
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ)) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: জসিম উদ্দিন শরিফী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্য, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) সামিউল কবির, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, নির্বাহী সদস্য উসমান গনি।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য,
যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী সুশান্ত কর্মকার,
ফার্মাসিস্ট আব্দুর রহমান, নার্স সাব্বির আহমদ, আউটসোর্সিংকর্মী জুবায়েল আহমেদ ও রনি প্রমুখ৷
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে ১৫ মার্চ শনিবার দিনব্যাপী পুরো উপজেলার ১৯৩ টি সেন্টারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৪২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।