|
Date: 2025-03-15 23:55:00 |
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন।
এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছেন। ইফতার বিতরণকালে জাহিদুর রহমান রাজন বলেন, “রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক কাজে জনগণের পাশে থাকতে চাই এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “দেশ-বিদেশ থেকে যারা আমাকে এই মানবিক কাজে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারছি।”
এর আগে, সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেন জাহিদুর রহমান রাজন। তার এই মানবিক কার্যক্রম এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
সুবিধাভোগীরা ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এভাবে ইফতার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। রাজন ভাই সবসময় গরিব-দুঃখীদের পাশে থাকেন।”
© Deshchitro 2024