বাংলাদেশ সরকারের শিক্ষাবিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


সোমবার দুপুরে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।



সফর শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আগামী ২১ মার্চ (শুক্রবার) বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। উপাচার্যের ছুটিকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।


জানা যায়, এ সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারের বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024