রাজবাড়ীতে ৭৫ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেফতার।



 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল এলাকা হতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।


গ্রেফতারকৃত যুবকের নাম রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫)। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মো. সানোয়ার বেপারীর ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ১৬ মার্চ রবিবার দিনগত রাত ১১ টার দিকে দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন শ্রমিক ইউনিয়ন অফিসের পিছন হতে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবীকে (২৫) আটক করে থানা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।


এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024