নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই মার্চ) জেলা শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহম্মাদ সিখুনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম আপেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সেক্রেটারী মাওলানা মোঃ আন্তাজুল ইসলাম, জিয়া পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মোঃ আবু সাদেক হোসেন চৌধুরী লুলু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী প্রমুখ।
এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।