রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ৩১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পশ্চিমদেবু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান আল-আমিন।


এসময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চৌধুরাণী ফাতেহিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান, হাজী সফের উদ্দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, শাহ আলম দাখিল মাদ্রাসার সুপার শাহজাহান মিয়া, স্বচাষ তালতলা মাদ্রাসার সুপার লুৎফর রহমান, পাওটানাহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, চর তাম্বুলপুর দাখিল মাদ্রাসার সুপার ওলি আহমেদ, দেওয়ান সালেহ আহমেদ মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সাঈদ সহ আরও অনেকে। 


পরে সবার মাঝে ইফতার খাদ্য সামগ্রি বিতরণ শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দিলালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024