
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বিজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ সকালে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদজ নোমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আব্দু মোমিন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ।
এ সময় প্রতি কৃষকে ১ বিঘা জমির জন্য ১ কেজি উপশি গ্রীষ্মকালীন তিল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকদের এ কৃষি প্রণোদনা কমসূচির বরাদ্দ দেওয়া হয়।