নান্দাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 


ময়মনসিংহের নান্দাইলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা এর পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ মার্চ)ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা এর আয়োজনে নান্দাইল বাসস্ট্যান্ড রাজ পার্টি সেন্টারে শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে ২১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার কর্ম পরিষদ ঘোষণা করা হয়।এসময় সভাপতি মুফতি তারিক জামিল ও  মাওলানা হুমায়ূন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি তারিক জামিলের সভাপতিত্বে ও মাওলানা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন।


শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাশিম, সাবেক সভাপতি মুফতি সাইদুর রহমান, ,  বাংলাদেশ মুজাহিদ কমিটি নান্দাইল উপজেলার সেক্রেটারি ডা.ফরিদ উদ্দিন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইয়েদুল ইসলাম ( অব: আর্মি) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নান্দাইল উপজেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সেক্রেটারি মেহেদী হাসান পলাশ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাহদী হাসান মিম্মান, সেক্রেটারি শামিম আহমাদ, জাতীয় নাগরিক পার্টি নান্দাইল উপজেলার আহবায়ক আরিফ আব্দুল্লাহ প্রমুখ। 


অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মো.ওয়াসিম আকরামকে ক্রেস্ট প্রদান করা হয়।


ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জনগণের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাশেম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024