শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ সবজির বীজ বিতরণ করা হয়। শাক-সবজির বীজ বিতরণের সময় উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান। এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামে ২টি ধাপে ১২০টি পরিবারের মধ্যে ৭ প্রকারের বীজ দেওয়া হয়। সাত প্রকার বীজের মধ্যে রয়েছে– চালকুমড়া, ঢেঁড়স, কলমি শাক, পুঁই শাক, পাটশাক, লালশাক, ডাটা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024