লাখাইয়ে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। লাখাইয়ে দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্দ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৩ ঘটিকায় উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আব্বাসউদ্দীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি মাসুকুর রহমান, মাদ্রাসার প্রতিষ্ঠা সদস্য শহীদুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ। আলোচনায় অংশ নেন প্রধান ক্বারী মাওলানা আক্তারুজ্জামান,সহকারী ক্বারী মৌলবী কাজী আল-আমীন প্রমূখ। আলোচনা সভায় ক্বিরাত পরিবেশন করেন মাদ্রাসা ছাত্র সুলাইমান আহমেদ, সকিল আহমেদ এবং গজল পরিবেশন করেন আব্দুল মোহাব্বির,তাসলিমা আক্তার। মিলাদ মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা সুপার মুফতি রফিকুল ইসলাম।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024